Saturday, July 31, 2010

স্বগতোক্তি

শব্দেরা দিয়ে চলে ঠেকনাই
শব্দহীনতা থাকে আড়ালে
ছন্দবিলাসী কিছু চেকনাই
ধরা পড়ে কাছে গিয়ে দাঁড়ালে

গাছের ছায়ার মতো নির্মাণ
হারিয়েছে কবিতারা আজ কি?
কবিতায় কলমের মনপ্রাণ
পড়ে নেই, পড়ে শুধু সাজ কি?

খুলে রাখো কবিতার আয়োজন
তোমার ত্বকেই আছে বেশবাস
তোমার খাতায় থাক আলোড়ন
আরোপবিহীন কিছু নিঃশ্বাস

2 comments:

Shuchismita said...

এই কবিতাটা যেন কষ্টিপাথর। যা কিছুই লিখতে যাই, এ মনে করিয়ে দেয় - "ছন্দবিলাসী কিছু চেকনাই, ধরা পড়ে কাছে গিয়ে দাঁড়ালে"। ফলস্বরূপ, খুব কাছে গিয়ে দাঁড়ানোর ইচ্ছেটা বাড়ে।

Malay Roy Choudhury said...

লেখা তো পড়লুম । কিন্তু লেখকের নাম জানতে পারলুম না ।
মলয় রায়চৌধুরী
মুম্বাই