শব্দেরা দিয়ে চলে ঠেকনাই
শব্দহীনতা থাকে আড়ালে
ছন্দবিলাসী কিছু চেকনাই
ধরা পড়ে কাছে গিয়ে দাঁড়ালে
গাছের ছায়ার মতো নির্মাণ
হারিয়েছে কবিতারা আজ কি?
কবিতায় কলমের মনপ্রাণ
পড়ে নেই, পড়ে শুধু সাজ কি?
খুলে রাখো কবিতার আয়োজন
তোমার ত্বকেই আছে বেশবাস
তোমার খাতায় থাক আলোড়ন
আরোপবিহীন কিছু নিঃশ্বাস
2 comments:
এই কবিতাটা যেন কষ্টিপাথর। যা কিছুই লিখতে যাই, এ মনে করিয়ে দেয় - "ছন্দবিলাসী কিছু চেকনাই, ধরা পড়ে কাছে গিয়ে দাঁড়ালে"। ফলস্বরূপ, খুব কাছে গিয়ে দাঁড়ানোর ইচ্ছেটা বাড়ে।
লেখা তো পড়লুম । কিন্তু লেখকের নাম জানতে পারলুম না ।
মলয় রায়চৌধুরী
মুম্বাই
Post a Comment