Saturday, September 11, 2010

বাসা

আর মাত্র ক'টাদিন রাতের এই ঘ্রাণ

তারপর এ শহর ফেলে যেতে হবে

এই ঘর, এই গাছ

সবুজের জল পাওয়া বাড়ি

যেখানে যেখানে প’ড়ে আনন্দ-রেখাবের দাগ

ঘুম ভেঙে যে পাতারা টুপটুপ মৃদুশব্দে

রাত্রির বৃষ্টিকথা বলে

যে উদাসী বারান্দায় গুটিসুটি শুয়ে থাকে

মেঘভাঙা উত্তরের রোদ

সেসব মায়াবী চোখে চোখ রেখে

একদিন, আরেকদিনের মতো

ভালোবেসে চলে যেতে হবে

1 comment:

Shuchismita said...

boRo sundor... mon kaRa...
"bhalobese chole jete hobe" - etai asol katha!