Wednesday, September 24, 2014

নামহীন - ৪


লৌহজালিক ভেদ করে
গেছে যে তীর
তাকে আমিও ভয় পেয়েছি চিরকাল।

আমাদের তো অভাব ছিল না কোনো দিন
তবু দ্যাখো এত অভাব হলো

তুমি ভাবছ কীভাবে আমাকে
বিশ্বাস দেবে, আর কী ভাবেই বা
বাতাসে বিছিয়ে দেবে পরবর্তী
জীবন... অনিবার্য সেই ঘন বিদ্যুৎ

লৌহজালিক ভেদ করে গেছে
যে তীর, সে বধির
ও বিষাক্ত। তোমার-আমার
মৃত স্বপ্নের বুক থেকে
গড়ানো বিষ-ই জেগে থাকে
আমাদের নিত্য অন্ধতায়

সমস্ত প্রাণঘাতী তীরে।

No comments: