চাঁদ ছুঁয়ে
ফিরে গেছ পৃথিবীতে
হে প্রেমিক,
তার পর থেকে
সকরুণ জ্যোৎস্না নামে
বিশ্বচরাচরে
নতুন ধানের মতো
রাত্রি বয়ে যায়...
ভোরের আকাশযান
ধ্বসিয়েছে মাটি
উথলে উঠেছে শোক
আবিষ্কার, অনিবার্যকথা
রাতের রহস্য ছুঁয়ে দেখতে চেয়েছ
দেখনি জলের দাগ,
ফলিডল
নষ্টপ্রবণতা...
ফিরে গেছ পৃথিবীতে
হে প্রেমিক,
তার পর থেকে
সকরুণ জ্যোৎস্না নামে
বিশ্বচরাচরে
নতুন ধানের মতো
রাত্রি বয়ে যায়...
ভোরের আকাশযান
ধ্বসিয়েছে মাটি
উথলে উঠেছে শোক
আবিষ্কার, অনিবার্যকথা
রাতের রহস্য ছুঁয়ে দেখতে চেয়েছ
দেখনি জলের দাগ,
ফলিডল
নষ্টপ্রবণতা...
No comments:
Post a Comment