Thursday, December 31, 2009

2010 শুরু হবার আগের দিন

আবার একটা নতুন বছর, নতুন দশক শুরু হতে চলেছে কাল থেকে শুভকামনা রইলো সকলের জন্য
কিছু কি বদলাবে নতুন বছরে? ইচ্ছাপূরণ হবে কোন? ইচ্ছা -র রূপ যে কীরকম, সেইটেই তো আগে জানা দরকার অমলকান্তি নই, রোদ্দুর হতে চাই নাকি চাইনা- স্পষ্ট করে কোন কিছুই জানি না কীকরে জানা যায়?

No comments: