এইরকম এক মৃদুমন্দ শীতের সকালে অরকুটের ডাকবাক্স খুলে পেয়েছিলাম শ্রদ্ধাদির চিঠি। সবাইকে একসঙ্গে লেখা নেমন্তন্নের চিঠি। 'নতুন বছরে নতুন কম্যুনিটি'। বাংলার বধূ-র সদস্যা হবার সুবাদে চিঠিটি আমার বাক্সে এসেছিলো। কম্যুনিটি-র নামটা পড়ে প্রথমবারের জন্য আকৃষ্ট হই। 'সাহিত্য,সঙস্কৃতি ও সংবাদ'। পুণায় ভালো বাংলা লেখা নিয়মিত পড়তে পাওয়ার সু্যোগ কম। ভরসা অন্তর্জাল। তখন সু্যোগ পেলে প্রায়-ই পড়তাম online আনন্দবাজার, বাংলালাইভ ডট কম, ক্যালকাটাওয়েব ডট কম। পড়তাম গুরুচণ্ডালী। ভাবলাম দেখি এখানে কী পড়তে পাওয়া যায়। পল্লবগ্রাহী মানুষের স্বভাব যেমন হয়।এলাম । ছোট্ট কম্যুনিটি। ৫/৬ জন সদস্য। লক্ষ করলাম কী উৎসাহ নিয়ে সবাই লিখছে। সঞ্জীবদা অত্যন্ত গুরুত্ব দিয়েছিল কম্যুনিটির প্রত্যেকটা বিষয়-কে। তখন নিয়মিত লিখছিল শ্রদ্ধাদি, সঞ্জীবদা, সুবীরবাবু, রজত দা, দেবলীনা দি, রজতশুভ্র বাবু ।
প্রথম পাতায় দেবার জন্য কবিতা/লেখা চেয়েছিল শ্রদ্ধাদি। 'ভাবনা যত সঞ্চিত' এই সময়ে লেখা। পাঠাতে, দু-একজনের মত নিয়েই শ্রদ্ধাদি টাঙিয়ে দিল প্রথম পাতায়। অবাক হয়ে গেলাম,ভালোও লাগলো খুব। আমি এখানে সেভাবে কাউকেই চিনতাম না। দেখলাম, কেউ এখানে 'তোমাকে তো ঠিক চিনলাম না'ধরণের ব্যবহার করলো না একটুও, টেনে নিলো কাছে। এসো উৎসুক চিত্ত, এস আনন্দিত প্রাণ। তারপর, আলাপ হলো সবার সঙ্গে ধীরে ধীরে। হয়ে গেলাম এখানকার মেয়ে- বুঁচি। রয়ে গেলাম সুখে-দুঃখে, সরবে-নীরবে।
অরকুটের আন্তর্জালিন সামাজিক ব্যবস্থায় একটি কম্যুনিটি ছেড়ে চলে যাওয়া অথবা স্বঘোষিত বন্ধু-কে ছেড়ে চলে যাওয়া অত্যন্ত সহজ কাজ। অত্যন্ত সাধারণও।পান থেকে চুন খসলে অনেকেই সেটা করে থাকেন, বিশেষ দোষও দেওয়া যায়না। যিনি যে উদ্দেশ্য নিয়ে এখানে এসেছেন, সে উদ্দেশ্য সিদ্ধ না হলে কেনই বা থাকবেন! এটা একবিংশ শতকের দিন, যা আমরা যাপন করছি। অনেক দাম দিয়ে কেনা এই মুহূর্ত, এই সুসময়। 'ব্যাক্তি', 'ভালো থাকা' শব্দগুলো এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। এদিকে ব্যাক্তি কোথাও ভালো থাকতে পারছে না। না একা, না সমষ্টির অংশ হয়ে। কেবলই কী নেই, কী নেই ভাব আমাদের মনে ঢুকে পড়ছে। অসম্পূর্ণ, অতৃপ্ত, অসন্তষ্ট করে রাখছে সবসময়। সেখান থেকে সৃষ্টি হয়তো হয়, কিন্ত ভালো থাকা? হারিয়ে ফেলা কোমলতার কথা ভাবতে ভাবতেই আমরা আওড়াচ্ছি- বেশ তো আছি, আবার কী।
যোগাযোগ যেমন ভারমুক্ত হবার সুযোগ করে দেয়, অন্যরকম আনন্দ দেয় প্রায় তেমনিই তার সঙ্গে করে আনে আনুষঙ্গিক জটিলতা। ব্যাক্তি আকাশ-পাতাল ভাবে।
এ সবের মধ্যেও যখন দেখি কোনো এক সমষ্টির মধ্যে বাস করে ব্যাক্তি কোনোভাবে ভালো আছে, সুখে আছে; লিখে-পড়ে-পড়িয়ে, বুঝিয়ে দিতে পারছে মনের ভাব, নতুন নতুন কথা, হালকা করে ফেলতে পারছে বুক, ফুটিয়ে দিতে পারছে নির্ভেজাল ভালোলাগার হাসি, চাইছেনা ঠিক ছেড়ে চলে যেতে - ভালো লাগে।
I thought I might write here...Why? well, I've to think hard... :) I guess a web log is self explanatory... although not quite like my Personal Diary, Its like my little room that has a large window.
Thursday, December 31, 2009
2010 শুরু হবার আগের দিন
আবার একটা নতুন বছর, নতুন দশক শুরু হতে চলেছে কাল থেকে। শুভকামনা রইলো সকলের জন্য।
কিছু কি বদলাবে নতুন বছরে? ইচ্ছাপূরণ হবে কোন? ইচ্ছা -র রূপ যে কীরকম, সেইটেই তো আগে জানা দরকার। অমলকান্তি নই, রোদ্দুর হতে চাই নাকি চাইনা- স্পষ্ট করে কোন কিছুই জানি না। কীকরে জানা যায়?
কিছু কি বদলাবে নতুন বছরে? ইচ্ছাপূরণ হবে কোন? ইচ্ছা -র রূপ যে কীরকম, সেইটেই তো আগে জানা দরকার। অমলকান্তি নই, রোদ্দুর হতে চাই নাকি চাইনা- স্পষ্ট করে কোন কিছুই জানি না। কীকরে জানা যায়?
Subscribe to:
Posts (Atom)
