Wednesday, September 24, 2014

নামহীন - ৪


লৌহজালিক ভেদ করে
গেছে যে তীর
তাকে আমিও ভয় পেয়েছি চিরকাল।

আমাদের তো অভাব ছিল না কোনো দিন
তবু দ্যাখো এত অভাব হলো

তুমি ভাবছ কীভাবে আমাকে
বিশ্বাস দেবে, আর কী ভাবেই বা
বাতাসে বিছিয়ে দেবে পরবর্তী
জীবন... অনিবার্য সেই ঘন বিদ্যুৎ

লৌহজালিক ভেদ করে গেছে
যে তীর, সে বধির
ও বিষাক্ত। তোমার-আমার
মৃত স্বপ্নের বুক থেকে
গড়ানো বিষ-ই জেগে থাকে
আমাদের নিত্য অন্ধতায়

সমস্ত প্রাণঘাতী তীরে।

Tuesday, September 23, 2014

নামহীন- ৩

চাঁদ ছুঁয়ে
ফিরে গেছ পৃথিবীতে
হে প্রেমিক,
তার পর থেকে
সকরুণ জ্যোৎস্না নামে
বিশ্বচরাচরে
নতুন ধানের মতো
রাত্রি বয়ে যায়...
ভোরের আকাশযান
ধ্বসিয়েছে মাটি
উথলে উঠেছে শোক
আবিষ্কার, অনিবার্যকথা
রাতের রহস্য ছুঁয়ে দেখতে চেয়েছ
দেখনি জলের দাগ,
ফলিডল
নষ্টপ্রবণতা...

Sunday, January 5, 2014