Wednesday, September 24, 2014

নামহীন - ৪


লৌহজালিক ভেদ করে
গেছে যে তীর
তাকে আমিও ভয় পেয়েছি চিরকাল।

আমাদের তো অভাব ছিল না কোনো দিন
তবু দ্যাখো এত অভাব হলো

তুমি ভাবছ কীভাবে আমাকে
বিশ্বাস দেবে, আর কী ভাবেই বা
বাতাসে বিছিয়ে দেবে পরবর্তী
জীবন... অনিবার্য সেই ঘন বিদ্যুৎ

লৌহজালিক ভেদ করে গেছে
যে তীর, সে বধির
ও বিষাক্ত। তোমার-আমার
মৃত স্বপ্নের বুক থেকে
গড়ানো বিষ-ই জেগে থাকে
আমাদের নিত্য অন্ধতায়

সমস্ত প্রাণঘাতী তীরে।

Tuesday, September 23, 2014

নামহীন- ৩

চাঁদ ছুঁয়ে
ফিরে গেছ পৃথিবীতে
হে প্রেমিক,
তার পর থেকে
সকরুণ জ্যোৎস্না নামে
বিশ্বচরাচরে
নতুন ধানের মতো
রাত্রি বয়ে যায়...
ভোরের আকাশযান
ধ্বসিয়েছে মাটি
উথলে উঠেছে শোক
আবিষ্কার, অনিবার্যকথা
রাতের রহস্য ছুঁয়ে দেখতে চেয়েছ
দেখনি জলের দাগ,
ফলিডল
নষ্টপ্রবণতা...

Sunday, January 5, 2014

Thursday, September 12, 2013

নামহীন- ২


তাকে আমি হারিয়েছি, নাকি সে আমায়
হারাবে- এমনই বুঝি ছিল অভিপ্রায়!

জিত হলো সীমান্তের, তারই আশেপাশে
ছড়িয়েছি শান্তিফুল, মৃত মোহঘাসে।

তাকে আমি হারিয়েছি তেপান্তর পার
হয়ে আসে ঝাঁকে ঝাঁকে জোনাকি আমার

সন্ধ্যালাগা শব্দ হয়ে, গন্ধ হয়ে আসে
বাষ্প হয়ে মিশে থাকে পড়ন্ত আকাশে।

০৪-০৯-২০১৩

Wednesday, February 20, 2013

স্বীকারোক্তি


হৃদয় অপেক্ষা করে থাকে
কখন তার গোপন
দেরাজ থেকে পাওয়া
প্রিয়তম চিঠির মতো
তুমি
ছড়িয়ে পড়বে আমার কোলে
আর আমি
অহেতুক সমস্ত
চৈত্র-বৈশাখ-আষাঢ়
পেরিয়ে চলার অর্থ খুঁজে পাব
তোমার বুকের মেঠো গন্ধে
তোমার কৃষ্ণ চোখের তারায়।

১৯-০২-২০১৩

Sunday, August 12, 2012

রুদ্রপলাশ

মনে আছে একদিন এত লোডশেডিং
অন্ধকারে কুপি জ্বলছে দূরে
মোমবাতির আলোয় আমরা

কি সুখী দাঁড়িয়ে পড়েছিলাম
অস্থায়ী ছোট একটা বইয়ের দোকানে

আর তুমি ফস করে কিনে দিয়েছিলে
খড়কুটো। তোমার ঝোলাব্যাগে থাকতো
টাটকা আষাঢ়ে মেঘ আর ঝরে পড়া
দু-এক আঁজলা ছাতিমফুল কি রুদ্রপলাশ

যেসব নিমগ্ন রাস্তা দিয়ে এসে
তুমি দাঁড়িয়ে থাকতে ঠিক আমার
বাসে তুলে দিতে আর সকালের গল্প বলতে

ফেরার সেই সব জনাকীর্ণ রাস্তায়
আজ আর কোনো গাছ নেই।

১১-০৮-২০১২

Monday, July 30, 2012

জুলাই শেষ হয়ে এলো।

বর্ষা আসে না তবে গ্রীষ্মের দাপট কমে আসে। ক্লান্ত পাতার গায়ে কোথা থেকে একটু হলুদ লাগে, একটু আপনভোলা হয়ে থাকে গাছ। পাখি আর পোকাদের আনাগোনা বাড়ে। এই সব ব্যস্ত ডাকাডাকি আর ওড়াউড়ি কমে আসে বিকেলের দিকে। ওরা কাকে এমন মনপ্রাণ দিয়ে চিনেছিল তার দাবী কোথাও থাকে না। কেউ কেউ হয়তো ডাকে একটানা। কখনো ডাকটা শোনায় দীর্ঘ কোনো প্রশ্নের মতো। কেবল এক অনন্ত অভ্যাসের ঝোঁকে তৈরী হয়ে চলা। মেঘের ছবির মতো প্রত্যাশাহীন। সমস্ত দিনের মধ্যে, সমস্ত রাতের মধ্যে আকাশের গান হয়ে মিশে থাকে।